রংপুর জেলার সদর উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। রংপুর সদর উপজেলার সদর থেকে হাইওয়ে রোডে ১০ কি:মি: পশ্চিমে ও পাগলাপীর বাজার থেকে ৩ কি:মি: দক্ষিণে পানবাজারশ্যামপুর গামী রোডে রাস্তা সংলগ্ন পশ্চিম পার্শ্বে হরিদেবপুর ইউপি অফিস অবস্থিত। উপজেলা সদর হতে ভাড়া বাসযোগে পাগলাপীর বাজার পর্যন্ত ১০/= টাকা, অটোরিকসা ভাড়া ১০/=পাগলাপীর বাজার হতে ইউপি অফিস পর্যন্ত কিসা ভাড়া ১০/=টাকা, ভ্যান ও অটোরিকসা ভাড়া ৫/=টাকা। তাছাড়াও উপজেলার সদর হতে ক্যান্টনমেন্ট হয়ে পশ্চিমে কেরানীর হাট এর মধ্য দিয়ে ৯ কি:মি: পশ্চিমে পানবাজার হাট এবং পানবাজার হাট হতে ২.৫০ কি:মি: উত্তরে ইউপি অফিসটি অবস্থিত। যাহার যাতায়াত ভাড়া উপজেলা পরিষদ হতে ইউপি অফিস পর্যন্ত রিকসা ভাড়া ৩০/= টাকা,ভ্যান ভাড়া ২৫/= টাকা, অটোরিকসা ভাড়া ২০/= টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস